বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ২৬ ডিসেম্বর ২০২৩ ১৩ : ০১Pallabi Ghosh
মিল্টন সেন, হুগলি: আবারও অভিনব কায়দায় প্রতারণা। এবারে এটিএম মেশিনে টাকা নেওয়ার পরে সেই টাকা বেরোনোর জায়গায় কারসাজি করে প্রতারণা। সম্প্রতি নজরে পড়ে হুগলি ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের দুটি এটিএম এ দু দিনে ১৪ বার সন্দেহ জনক লেনদেন। সিসিটিভি ক্যামেরা দেখে হাতেনাতে পাকড়াও উত্তরপ্রদেশের এক যুবক। ঘটনার তদন্ত শুরু করেছে চুঁচুড়া থানার পুলিশ।
বড়দিনে বন্ধ ছিল চুঁচুড়ার চকবাজারের হুগলি ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্ক। সোমবার ছুটি ছিল, মঙ্গলবার সকালে ব্যাঙ্ক খোলে। ব্যাঙ্ক লাগোয়া এলাকায় রয়েছে এটিএম কিয়স্ক। এদিন ব্যাঙ্কের কর্মী অলক পাল সিসি ক্যামেরায় দেখতে পান এক যুবক এটিএম এর ভিতরে রয়েছে। কিন্তু সে বারবার পিছন দিকে তাকাচ্ছে। তার আচরণ যথেষ্টই সন্দেহজনক। নজরে পরা মাত্রই ব্যাঙ্কের অন্য কর্মীদের তিনি খবর দেন। নীচে নেমে আসেন এবং নিরাপত্তারক্ষীকে সঙ্গে নিয়ে ওই যুবককে ধরেন।
খবর দেওয়া হয় চুঁচুড়া থানায়। আইসি অনুপম চক্রবর্তীর নির্দেশে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ শুরু করে। ব্যাঙ্ক কর্মী জানিয়েছেন, তাঁদের এটিএম যে এজেন্সির সঙ্গে চুক্তিবদ্ধ তাদের তরফে জানানো হয়েছে, গত দুদিন ১৪ বার সন্দেহ জনক লেনদেন হয়েছে দুটি এটিএম থেকে। একটি চকবাজার, অন্য এটিএম চুঁচুড়া ফুলপুকুর ব্রাঞ্চের। এটিএম মেশিন থেকে টাকা বেরোনোর পড়ে মেশিনের সেই টাকা বেরোনোর জায়গাটিকে জাম করে দেয়। ফলে দেখায় লেনদেন অসম্পূর্ণ থেকে গেছে। একইসঙ্গে এটিএম লেনদেন হওয়ার পর লেনদেনের কোড সংশ্লিষ্ট ব্যাঙ্কে পৌঁছয় না। সেটা থেকে জানা যায়। এক্ষেত্রে এটিএম থেকে টাকা তোলা যায়নি দেখিয়ে পুনরায় ব্যাঙ্ক থেকে টাকা ক্লেম করা হয়।
ব্যাঙ্কের ম্যানেজার সুরঞ্জন হালদার বলেছেন, এভাবে দুদিনে লক্ষাধিক টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে। এদিন একজন সন্দেহভাজনকে হাতেনাতে ধরে পুলিশে দেওয়া হয়েছে। অভিযুক্ত বলছে তার বাড়ি উত্তরপ্রদেশে। পুলিশ তদন্ত করছে, দেখা যাক কী রহস্য আছে। অভিযুক্ত যুবক জানিয়েছে, তার নাম সোনু কুমার। তার এক বন্ধু তাকে চুঁচুড়ায় আসতে বলেছিল। সোমবার সোনু চুঁচুড়ায় আসে। বাস স্ট্যান্ডে রাত কাটায়। এদিন সকালে চক বাজার এটিএম এ টাকা তুলতে যায়। তার বোনের এটিএম কার্ড দিয়ে টাকা তুলছিল। চুঁচুড়া আসার পর তার ওই বন্ধুকে ফোন করে পাওয়া যায়নি। এদিন একবার পুলিশের সামনে ফোনে কিছুক্ষণ কথা বলে। পুলিশ ধরতেই ফোন কেটে দেয়। সোনুর কথাবার্তায় যথেষ্ট অসংগতি থাকায় তাকে গ্রেপ্তার করে পুলিশ। ওই বন্ধুর খোঁজে জিজ্ঞাসাবাদ চলছে। ধৃত সোনুকে বুধবার চুঁচুড়া আদালতে পেশ করা হবে। এই চক্রে আর কারা আছে তার খোঁজ চালানো হচ্ছে।
ছবি: পার্থ রাহা
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
দূষণ রোধে বাড়ির চৌবাচ্চায় নদীর জল এনে সেখানেই ছট উৎসব পালন এই পরিবারের ...
১৫ নভেম্বর থেকেই উত্তুরে হাওয়া, তার আগেই নিম্নচাপ, সাঁড়াশি আক্রমণে কাঁপবে বাংলা...
সন্তানসম্ভবা পথকুকুরকে মার, প্রতিবাদ করায় আক্রান্ত পশুপ্রেমী মহিলা, গ্রেপ্তার এক...
মনোবাঞ্ছা পূর্ণ হলে ওঁদের পড়ে ডাক, ছট পুজোয় নাচতে যান সমাজ উপেক্ষিত 'কিন্নর'-রা ...
বিয়ের দশদিন আগে আত্মঘাতী যুবক, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা...
আলোর শহরে নিরাপত্তা সুনিশ্চিত করতে অতিরিক্ত কয়েকশ ক্যামেরা, তৎপর চন্দননগর পুলিশ...
হাসপাতালের ক্যাম্পাস ছেড়ে দ্রুত বেরিয়ে যাচ্ছিলেন দুই মহিলা, কাছে গিয়ে ব্যাগ খুলতেই চোখ কপালে নিরাপত্তারক্ষীর...
বিজেপি কোনও দিন বাংলা দখল করতে পারবে না, হাড়োয়ায় বার্তা ফিরহাদের...
বিন্নাগুড়িতে তৃণমূল প্রার্থীর সঙ্গে কথা বললেন বার্লা, ঘাসফুলে যোগের জল্পনা আরও বাড়ল...
শাহের সামনে দাঁড়িয়ে 'হেট স্পিচ'! উস্কানিমূলক মন্তব্যে মিঠুনের বিরুদ্ধে অভিযোগ পুলিশে...
আবাস যোজনার কাজ খতিয়ে দেখতে মাঠে পঞ্চায়েতমন্ত্রী, দুষলেন কেন্দ্রীয় সরকারকে...
শোভাযাত্রার রাস্তায় আচমকা ধস, চিন্তায় আলোর শহর ...
শীতের শুরুতে ফের দুর্যোগের ঘনঘটা, ভাসবে একাধিক জেলা, সতর্ক করল মৌসম ভবন ...
বারবার গায়ে হাত, মেলামেশা করলে পাওয়া যাবে বেশি নম্বর! অধ্যাপকের এমন কাণ্ড, শুনলে ঘেন্না হবে ...
স্বামীর সঙ্গে মনোমালিন্য মিটিয়ে দেব, এই কথা বলে বন্ধুর স্ত্রীকে ফাঁকা বাড়িতে নিয়ে গেল তিন যুবক, তারপর?...