শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ২৬ ডিসেম্বর ২০২৩ ১৩ : ০১Pallabi Ghosh
মিল্টন সেন, হুগলি: আবারও অভিনব কায়দায় প্রতারণা। এবারে এটিএম মেশিনে টাকা নেওয়ার পরে সেই টাকা বেরোনোর জায়গায় কারসাজি করে প্রতারণা। সম্প্রতি নজরে পড়ে হুগলি ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের দুটি এটিএম এ দু দিনে ১৪ বার সন্দেহ জনক লেনদেন। সিসিটিভি ক্যামেরা দেখে হাতেনাতে পাকড়াও উত্তরপ্রদেশের এক যুবক। ঘটনার তদন্ত শুরু করেছে চুঁচুড়া থানার পুলিশ।
বড়দিনে বন্ধ ছিল চুঁচুড়ার চকবাজারের হুগলি ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্ক। সোমবার ছুটি ছিল, মঙ্গলবার সকালে ব্যাঙ্ক খোলে। ব্যাঙ্ক লাগোয়া এলাকায় রয়েছে এটিএম কিয়স্ক। এদিন ব্যাঙ্কের কর্মী অলক পাল সিসি ক্যামেরায় দেখতে পান এক যুবক এটিএম এর ভিতরে রয়েছে। কিন্তু সে বারবার পিছন দিকে তাকাচ্ছে। তার আচরণ যথেষ্টই সন্দেহজনক। নজরে পরা মাত্রই ব্যাঙ্কের অন্য কর্মীদের তিনি খবর দেন। নীচে নেমে আসেন এবং নিরাপত্তারক্ষীকে সঙ্গে নিয়ে ওই যুবককে ধরেন।
খবর দেওয়া হয় চুঁচুড়া থানায়। আইসি অনুপম চক্রবর্তীর নির্দেশে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ শুরু করে। ব্যাঙ্ক কর্মী জানিয়েছেন, তাঁদের এটিএম যে এজেন্সির সঙ্গে চুক্তিবদ্ধ তাদের তরফে জানানো হয়েছে, গত দুদিন ১৪ বার সন্দেহ জনক লেনদেন হয়েছে দুটি এটিএম থেকে। একটি চকবাজার, অন্য এটিএম চুঁচুড়া ফুলপুকুর ব্রাঞ্চের। এটিএম মেশিন থেকে টাকা বেরোনোর পড়ে মেশিনের সেই টাকা বেরোনোর জায়গাটিকে জাম করে দেয়। ফলে দেখায় লেনদেন অসম্পূর্ণ থেকে গেছে। একইসঙ্গে এটিএম লেনদেন হওয়ার পর লেনদেনের কোড সংশ্লিষ্ট ব্যাঙ্কে পৌঁছয় না। সেটা থেকে জানা যায়। এক্ষেত্রে এটিএম থেকে টাকা তোলা যায়নি দেখিয়ে পুনরায় ব্যাঙ্ক থেকে টাকা ক্লেম করা হয়।
ব্যাঙ্কের ম্যানেজার সুরঞ্জন হালদার বলেছেন, এভাবে দুদিনে লক্ষাধিক টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে। এদিন একজন সন্দেহভাজনকে হাতেনাতে ধরে পুলিশে দেওয়া হয়েছে। অভিযুক্ত বলছে তার বাড়ি উত্তরপ্রদেশে। পুলিশ তদন্ত করছে, দেখা যাক কী রহস্য আছে। অভিযুক্ত যুবক জানিয়েছে, তার নাম সোনু কুমার। তার এক বন্ধু তাকে চুঁচুড়ায় আসতে বলেছিল। সোমবার সোনু চুঁচুড়ায় আসে। বাস স্ট্যান্ডে রাত কাটায়। এদিন সকালে চক বাজার এটিএম এ টাকা তুলতে যায়। তার বোনের এটিএম কার্ড দিয়ে টাকা তুলছিল। চুঁচুড়া আসার পর তার ওই বন্ধুকে ফোন করে পাওয়া যায়নি। এদিন একবার পুলিশের সামনে ফোনে কিছুক্ষণ কথা বলে। পুলিশ ধরতেই ফোন কেটে দেয়। সোনুর কথাবার্তায় যথেষ্ট অসংগতি থাকায় তাকে গ্রেপ্তার করে পুলিশ। ওই বন্ধুর খোঁজে জিজ্ঞাসাবাদ চলছে। ধৃত সোনুকে বুধবার চুঁচুড়া আদালতে পেশ করা হবে। এই চক্রে আর কারা আছে তার খোঁজ চালানো হচ্ছে।
ছবি: পার্থ রাহা
নানান খবর
নানান খবর

শুক্রবারও রয়েছে ঝড়বৃষ্টির সম্ভাবনা, বাংলায় দুর্যোগ আর কতদিন চলবে জানুন

চলন্ত অবস্থায় পুরুলিয়াগামী বাসে আগুন, দ্বিতীয় হুগলি সেতুতে ভয়াবহ দুর্ঘটনা

সাতসকালে ফালাকাটায় বাইসনের তাণ্ডব, গুরুতর জখম কৃষক, এক বাইসনের মৃত্যু

গরম পড়তেই ওরা আক্রমণ করে চা গাছে, বাগান বাঁচাতে কী উপায়? বলছেন বিশেষজ্ঞরা

‘এবার যোগ্যতা প্রমাণের পালা’, সুপ্রিম রায়ে স্বস্তির পর জানাচ্ছেন প্রধান শিক্ষকরা

'আমি কি বিয়ে করতে পারি না!', বিয়ের খবর প্রচার হতেই আর কী বললেন দিলীপ ঘোষ?

প্রেমিকার বাড়ির সামনে প্রেমিকের দেহ রেখে বিক্ষোভ, উঠল গ্রেপ্তারের দাবি, কারণ জানলে শিউরে উঠবেন

মানুষের কাটা মুন্ডু মুখে নিয়ে এলাকায় ঘুরছে কুকুর, শিউরে ওঠা দৃশ্য চন্ডীলতার বেগমপুরে

উত্তরপ্রদেশের বারেলি থেকে বাঁশবেড়িয়া, একটি জিনিস বিক্রি করতে এসেই বিপদ, গ্রেপ্তার করল পুলিশ

লেপার্ডের সঙ্গে মহিলার মরণপণ লড়াই, শেষ পর্যন্ত জিতল কে?

নতুন বাইক কিনে পুজো দিয়ে আর বাড়ি ফেরা হল না, পথেই পাড়ি দিলেন চিরঘুমের দেশে

দুর্গাপুরে এনআইটি ক্যাম্পাসে গবেষণার সময় বিস্ফোরণ, ঝলসে গেলেন অধ্যাপক ও পড়ুয়া

হুগলির লোহারপাড়ায় মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই যুবক খুনের কিনারা, গ্রেপ্তার দুই দুষ্কৃতী

ব্যাংকের পাশবই আপডেট নিয়ে বচসা, এক গ্রাহক কামড়ে দিলেন অপরকে, তুলকালাম কাণ্ড চুঁচুড়ায়

সাড়ম্বরে পালিত হল বাংলা দিবস

অভিনব উপায়ে ‘নববর্ষ’ পালিত হল আলিপুরদুয়ারে, সামিল হলেন সকলেই