রবিবার ২২ ডিসেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

রাজ্য | Hooghly: অভিনব কায়দায় এটিএম জালিয়াতি, চুঁচুড়ায় গ্রেপ্তার উত্তরপ্রদেশের যুবক

Pallabi Ghosh | ২৬ ডিসেম্বর ২০২৩ ১৩ : ০১Pallabi Ghosh


মিল্টন সেন, হুগলি: আবারও অভিনব কায়দায় প্রতারণা। এবারে এটিএম মেশিনে টাকা নেওয়ার পরে সেই টাকা বেরোনোর জায়গায় কারসাজি করে প্রতারণা। সম্প্রতি নজরে পড়ে হুগলি ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের দুটি এটিএম এ দু দিনে ১৪ বার সন্দেহ জনক লেনদেন। সিসিটিভি ক্যামেরা দেখে হাতেনাতে পাকড়াও উত্তরপ্রদেশের এক যুবক। ঘটনার তদন্ত শুরু করেছে চুঁচুড়া থানার পুলিশ।
বড়দিনে বন্ধ ছিল চুঁচুড়ার চকবাজারের হুগলি ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্ক। সোমবার ছুটি ছিল, মঙ্গলবার সকালে ব্যাঙ্ক খোলে। ব্যাঙ্ক লাগোয়া এলাকায় রয়েছে এটিএম কিয়স্ক। এদিন ব্যাঙ্কের কর্মী অলক পাল সিসি ক্যামেরায় দেখতে পান এক যুবক এটিএম এর ভিতরে রয়েছে। কিন্তু সে বারবার পিছন দিকে তাকাচ্ছে। তার আচরণ যথেষ্টই সন্দেহজনক। নজরে পরা মাত্রই ব্যাঙ্কের অন্য কর্মীদের তিনি খবর দেন। নীচে নেমে আসেন এবং নিরাপত্তারক্ষীকে সঙ্গে নিয়ে ওই যুবককে ধরেন।
খবর দেওয়া হয় চুঁচুড়া থানায়। আইসি অনুপম চক্রবর্তীর নির্দেশে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ শুরু করে। ব্যাঙ্ক কর্মী জানিয়েছেন, তাঁদের এটিএম যে এজেন্সির সঙ্গে চুক্তিবদ্ধ তাদের তরফে জানানো হয়েছে, গত দুদিন ১৪ বার সন্দেহ জনক লেনদেন হয়েছে দুটি এটিএম থেকে। একটি চকবাজার, অন্য এটিএম চুঁচুড়া ফুলপুকুর ব্রাঞ্চের। এটিএম মেশিন থেকে টাকা বেরোনোর পড়ে মেশিনের সেই টাকা বেরোনোর জায়গাটিকে জাম করে দেয়। ফলে দেখায় লেনদেন অসম্পূর্ণ থেকে গেছে। একইসঙ্গে এটিএম লেনদেন হওয়ার পর লেনদেনের কোড সংশ্লিষ্ট ব্যাঙ্কে পৌঁছয় না। সেটা থেকে জানা যায়। এক্ষেত্রে এটিএম থেকে টাকা তোলা যায়নি দেখিয়ে পুনরায় ব্যাঙ্ক থেকে টাকা ক্লেম করা হয়।
ব্যাঙ্কের ম্যানেজার সুরঞ্জন হালদার বলেছেন, এভাবে দুদিনে লক্ষাধিক টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে। এদিন একজন সন্দেহভাজনকে হাতেনাতে ধরে পুলিশে দেওয়া হয়েছে। অভিযুক্ত বলছে তার বাড়ি উত্তরপ্রদেশে। পুলিশ তদন্ত করছে, দেখা যাক কী রহস্য আছে। অভিযুক্ত যুবক জানিয়েছে, তার নাম সোনু কুমার। তার এক বন্ধু তাকে চুঁচুড়ায় আসতে বলেছিল। সোমবার সোনু চুঁচুড়ায় আসে। বাস স্ট্যান্ডে রাত কাটায়। এদিন সকালে চক বাজার এটিএম এ টাকা তুলতে যায়। তার বোনের এটিএম কার্ড দিয়ে টাকা তুলছিল। চুঁচুড়া আসার পর তার ওই বন্ধুকে ফোন করে পাওয়া যায়নি। এদিন একবার পুলিশের সামনে ফোনে কিছুক্ষণ কথা বলে। পুলিশ ধরতেই ফোন কেটে দেয়। সোনুর কথাবার্তায় যথেষ্ট অসংগতি থাকায় তাকে গ্রেপ্তার করে পুলিশ। ওই বন্ধুর খোঁজে জিজ্ঞাসাবাদ চলছে। ধৃত সোনুকে বুধবার চুঁচুড়া আদালতে পেশ করা হবে। এই চক্রে আর কারা আছে তার খোঁজ চালানো হচ্ছে।
ছবি: পার্থ রাহা




বিশেষ খবর

নানান খবর

নানান খবর

অসম এসটিএফ-এর হাতে কেরল থেকে ধৃত জঙ্গি হরিহরপাড়ার বাসিন্দা, রয়েছে ভোটার তালিকায় নামও...

ময়নাগুড়িতে গরু চড়াতে গিয়ে গন্ডারের হামলার মুখে পড়লেন ব্যক্তি, অবস্থা আশঙ্কাজনক...

৭২ ঘন্টায় রমেশ খুনের কিনারা, ৭০ হাজারের বিনিময়ে ভাড়াটে খুনি দিয়ে স্বামীকে খুন স্ত্রীর...

ক্যানিং থেকে গ্রেপ্তার সন্দেহভাজন সঙ্গি, ধৃত তেহরিক-উল-মুজাহিদিনের অন্যতম সদস্য ...

হাজারদুয়ারি, ইমামবড়া তো রইলই, মুর্শিদাবাদে ঘুরতে গেলে চেখে দেখতে হবে এই বিখ্যাত মিষ্টি, যা খেয়ে অবাক বনে গিয়েছিলেন ব্রি...

মাত্র ৪ ঘণ্টায় উদ্ধার অপহৃত নাবালিকা, দুষ্কৃতীদের গ্রেপ্তার পুলিশের ...

ছাত্রদের চুলে লাল-নীল রং, কিম্ভূতকিমাকার ছাঁট, প্রতিকারে ক্ষৌরকারদের শরণাপন্ন স্কুল কর্তৃপক্ষ ...

মৌসুনি দ্বীপে আগুন, পুড়ে ছাই বহু কটেজ, কোনও মতে প্রাণে বাঁচলেন পর্যটকেরা...

আচমকাই নেমে এল ধস, সিকিমের পর্যটন নিয়ে বড় খবর ...

পাস্তায় পিরিয়ডিক টেবিল লিখে চমক! ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম কোন্নগরের সৌমদ্বীপের...

রাজ্য-ডিভিসি বিবাদেই কি সঙ্কট! চাষের জল পাচ্ছেন না পূর্ব বর্ধমানের কৃষকরা...

ইএসআই হাসপাতালে চন্দ্রবোড়ার উপদ্রব! আতঙ্কে রোগী এবং রোগীর পরিজন, ডাক পড়ল বিশেষজ্ঞের...

স্ত্রীর সঙ্গে পরিকল্পনা করেই প্রেমিকার খুনের সুপারি দিয়েছিল সেনাকর্মী...

কানের দুল ছিনতাইয়ে বাধা, বৃদ্ধাকে একা পেয়ে কুপিয়ে খুন করল প্রতিবেশী...

হতে পারেন লেপার্ড বা বাইসনের মুখোমুখি, জঙ্গল সাফারিতে নতুন নিয়ম গরুমারায় ...





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



12 23